নবান্নের গান
যাত্রা তবু শেষ হয় নাই
তোমার আমার পরিচয়, দু’জনের নেশা
অনাদীকাল থেকেই চলে আসা আত্মীয়তার রসুই ঘরে
এখনো হচ্ছে না বসা দু’েটা খোশ গল্প
একখিলি পান, এককাপ চা বা চিনি দিয়ে জলপান
হয়নি এখনো বাটা-পেষা
নবান্নের গান তবু হয়নি এখনো
ঘরে ঘরে নীলচাষ ভুলে গিয়ে বেহারাকে ডাকো
পালকী উঠাক কাঁধে মা যাবেন নানাবাড়ি বেড়াতে সুদূরে
আতাতুর্ক কামাল পাশা: সাংবাদিক, কবি, লেখক, অনুবাদক ও সাহিত্য সমালোচক। দেশের শীর্ষস্থানীয় বাংলা ও ইংরেজি পত্রিকায় নিয়মিত তার লেখা প্রকাশিত হয়।
ওমেন্স নিউজ/