বাহারী সব প্রজাপতি
সে-দিন আকাশ থেকে নেমে এসেছিলো
বাহারী সব প্রজাপতি কাড়ি কাড়ি!
আমার ভাঙা ঘরে চাঁদের আলো
তাই যেন আজ নেই কোন আঁড়ি!
এই দেখে লাজুক-মেঘ হেসে বলে
এবার তবে আমি ফিরে যাই বাড়ি!
ঘাস-ফড়িংয়েরা মেতেছিলো সে-দিন,
করেছিলো তোমায় নিয়ে যত খেলা!
নক্ষত্ররাজি সে-দিন এসেছিলো নেমে,
এই মাটির পৃথিবীতে বড্ড অবেলা!
আমার ভূবনে বসেছিলো সে-দিন,
ভুবনমোহনী তারাদের এক মেলা!
তোমার কান্নায় যে থেমে গিয়েছিলো,
উত্তাল সাগরের উথাল-পাতাল ঢেউ!
শ্যামের বাঁশির সুরে সুরে নেচেছিলো,
প্রজাপতি-ঘাসফড়িং-এর কেউ কেউ!
ফরিদা ইয়াসমিন: তিনি মূলত একজন কবি। তবে কবিতা ছাড়াও নিয়মিত নানা ধরনের গদ্য লিখে থাকেন। তার যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা চার।
ওমেন্স নিউজ সাহিত্য/