মহীতোষ গায়েনের দুটি কবিতা

মহীতোষ গায়েন

ন ব জী ব নে র গা ন

রাত শেষ হয়ে এলো চড়াই উৎরাই
হয়নি এখনো অনেক কথাই বলা,
পূর্ণিমা চাঁদ ডুবে যায় খাল পাড়ে
হয়তো হবে না একসাথে পথ চলা।

ছেলেটি মেয়েটি দেখেছে অনেক স্বপ্ন
সব স্বপ্ন ভেসে গেছে দুঃসময়ের জলে,
ছিন্ন তার একসাথে নব জীবনের গান
বহু স্মৃতি অম্লান সেই কৃষ্ণচূড়ার তলে।

তারা মিশেছে অজানা অচেনা পথে
হয়তো আবার হবে তাদের দেখা,
সে পথে আছে বহু সংশয় সংগ্রাম
এবার লড়াই আর নয় একা একা।

ভোর হয়ে এলো উঠবে মুক্তি সূর্য
নতুন করে লড়াই তাদের জারি,
প্রতিরোধ গানে গণ অঙ্গীকারে
সব হারাদের জীবন গড়তে পারি

বন্ধন

কী কথা বলবো বলো?
কথা বললেই তো শুনতে পাই
জীবনের দুঃখ ও যন্ত্রণার গান।

কীভাবে বোঝাই বলো
আমি ক্ষমতাহীন,নিরুপায়,
বাগানের ক্ষুদ্র এক মালি।

আমি তো পরশপাথর নই
যে ছুঁয়ে দিলে জীবন সুসার,
স্মৃতি মোছে,মায়া তীব্র হয় বন্ধনহীন।
 
এ-জীবন কাটা ধানের মতন,
মাঠে মাঠে পড়ে থাকে ঝরা ধান-প্রাণ,
ভালোবাসা ঝরে যায়,বেড়ে যায় ক্ষত।

কাছের মানুষ কখনও হারায় না
মানুষ তো সময়ের দাস,হারায় সময়,
বন্ধন তীব্র হলেও অদৃশ্য কালের খেয়ায়।

কবি পরিচিতি: মহীতোষ গায়েন কবিতা লিখছেন দীর্ঘদিন ধরে। ব্যক্তিগত জীবনে তিনি একজন শিক্ষক। অধ্যাপনা করছেন কলকাতার সিটি কলেজ। পাশাপাশি সাংবাদিক হিসাবেও কাজ করছেন-ডেইলি হান্ট নিউজ, গ্লোবাল নিউজে। তিনি কলকাতা-ঢাকা মৈত্রী পরিষদের সাধারণ সম্পাদক। পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের নির্বাচিত যুগ্ম সম্পাদক ও ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজের এক্সিকিউটিভ কমিটির নির্বাচিত মেম্বার। পশ্চিমবঙ্গের বঙ্গীয় সাহিত্য পরিষদ,করপাস রিসার্চ সেন্টার এবং ইতিহাস একাডেমি ঢাকার আজীবন সদস্য। প্রকাশিত গ্রন্থ নয়টি।

ওমেন্স নিউজ/