পিতার অবসরের বাগান
পিতার অবসরের বাগান থেকে সেই কবে —
স্বপ্নের ডালপালা তুলেছিলাম জামার কোচরে।
আবাদি জমির বীজ বোনা ছিল গৌরাঙ্গ মাটিতে
অনাবাদি মাটির ভালবাসায় গহীন গভীরে।
জাগরণের উচ্ছ্বাস নিয়ে বীজের মাখামাখি
বেড়ার আবরণহীন চৌদিক উধাও স্বাধীন
স্বপ্ন ছড়িয়ে যায় ডালপালা এদিক ওদিক,
উঁকিঝুঁকি যেন বা ঊর্ধ্বমুখ ভালবাসা
আকাশের সাথে চায় সখ্যতা অসীম।
মাটির বুক জুড়ে মাতৃমন ভালবাসা দিন
কত বসন্ত পাতা ফুল লতানো বিহঙ্গ ডানা
নিবিড় সবুজ ঝোপ, রক্তজবা, দোপাটিডানা
কত রঙ প্রজাপতি অবয়ব বৃক্ষচিত্রে ছাপ
মাটির উদার জমিন জল মাখা শিশু গাছ কত
কিশোরী এঁকেছিল কবে পিতার অবসরের বাগানে
বৃক্ষ বন্দনায় কত কল্পময় স্বপ্নপাখা অন্যমনে।
কবি পরিচিতি: সুরাইয়া চৌধুরী কবি, ছড়াকার, গল্পকার। লিখছেন সত্তরের দশক থেকে। শিক্ষকতা করেছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ছয়টি, প্রকাশিত বইয়ের সংখ্যা দশ। কবিতার জন্য পেয়েছেন – আন্তর্জাতিক মাতৃভাষা পদক, কবি জীবনানন্দ দাশ স্মৃতি পদক, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরীরাণী স্মৃতি পদক, নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাহিত্য সম্মাননা, এবং শিশু সাহিত্যে স্বপ্ন কথা -সম্মাননা।
ওমেন্স নিউজ/