সুলতানা রিজিয়ার কবিতা ‘জননী হয় না নিঃস্ব’

সুলতানা রিজিয়া

জননী হয় না নিঃস্ব

বৈশাখী উত্তরীয় উড়িয়ে নিদাঘ দুপুরে
এসেছিলো স্বপন-
তৃষ্ণার্ত স্বরে বলেছিলো
সরসী নীড়ের ছায়া পাইনি দীর্ঘদিন
ধূসর রোদ্দুরে তাই দুচোখ মেলে
দেখিনি তোমায়, অন্তর জুড়ে এখন
দারুণ খরা, তৃষ্ণার জ্বালা।
শুষে নাও দাবদাহ-
সজীব লাবন্য আনো চৌচির শরীরে
বিবর্ণ আঁচল তোমার দেবো ভরিয়ে
ললাটে পরাবো এয়োতির জয়টিকা।

বানভাসি সংসার সাঁতরে নিশুতি রাতে
এসেছিলো আনন্দ-
দু'হাতে সরিয়ে মেঘ বলেছিলো
কান্নায় বড্ড পিচ্ছিল ফেলানীর ঘর
বিদীর্ন জলসায় তাই মৃদঙ্গে বাজনি
জীবনের গান, নিশিদিন কাটে
অন্নের প্রত্যাশায়, মাটির সোঁদা ঘ্রাণে
উজ্জীবিত করো আঙিনার পেলবতা।
সবুজ অন্তরে তোমার পলির পললে
এঁকে দেবো আলপনা-
রূপালি রাত্রির বুকে দেবো সফেদ শারদ।

অমল ধবল পথ ধরে রক্তিম সূর্যোদয়ে
এলো প্রতিশ্রুতি-
আগমনে তার শিউলির সুবাসে
শিশিরের কানাকানি
নীলাকাশ ঘুমোয় কাকচক্ষু সরোবরে –
দিগন্তরেখা হেসে উঠে আনন্দ উচ্ছ্বাসে।

জানি পোড়ামাটির ঘর-
ভেসে যাওয়া উঠান আগামী প্রভাত
ভরে দেবে ফসলের ঘ্রাণে-
শুচি স্নিগ্ধ প্রত্যাশায় ধ্বনিত হবে
আযনের সুর ঋতুর সমাহারে
ফসলের দানায় সমৃদ্ধ হবে কৃষাণের গোলা-
কেননা জননী হয়না নিঃস্ব কোনদিন।

সুলতানা রিজিয়া: কবি, লেখক, প্রাবন্ধিক, সংগঠক ও প্রকাশক। তিনি দীর্ঘদিন ধরে ‘নন্দিনী’নামক একটি সাহিত্য পত্রিকা বের করছেন। এছাড়া তার রয়েছে প্রকাশনা হাউস সম্রাজ্ঞী। তার প্রকাশিত মৌলিক গ্রন্থ ৩১ টি। সাহিত্য ও সাংগঠনিক অবদানের জন্য পেয়েছেন ত্রিশটির বেশি সম্মাননা পদক।

ওমেন্স নিউজ/