বাংলাদেশ টেলিভিশনের জামালপুর প্রতিনিধি সাংবাদিক মোস্তফা বাবুল আর নেই (ইন্নালিল্লাহি-ওয়া-ইন্না ইলাহি রাজিউন)। রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বিকেলে সরিষাবাড়ীতে ব্যক্তিগত কাজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন তিনি । তাকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জামালপুর শহরের বেসরকারি ডায়বেটিস জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১২.০৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
মোস্তফা বাবুলের লাশ প্রথমে জামালপর প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে সরিষাবাড়ির নিজ বাড়িতে। সেখানেই সোমবার রাতে (১৩ নভেম্বর) সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থলগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।
১৯৬৩ সালের ১ ফেব্রুয়ারি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কাশিনাথপুর গ্রামে জন্মগ্রহন করেন মোস্তফা বাবুল। আশির দশকে দৈনিক আজাদ পত্রিকা দিয়ে তার সাংবাদিকতায় হাতেখড়ি। পরবর্তীতে তিনি দৈনিক জনতা, দৈনিক বাংলা, দৈনিক জনকণ্ঠ, দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সংবাদদাতা হিসাবে কাজ করেন। এছাড়া জামালপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক পূর্বকথা’র সম্পাদক ও প্রকাশক ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জামালপুর জেলা সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। সাংবাদিকতায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৫ সালে ময়মনসিংহ প্রেসক্লাব পদকে ভূষিত হন।
তিনি কেবল সাংবাদিক নন, একাধারে কবি, সংস্কৃতিকর্মী, দক্ষ সংগঠক এবং ভালো বক্তাও ছিলেন। তার প্রকাশিত তিনটি কাব্যগ্রন্থ ‘নিষিদ্ধ স্লোগান’, ‘চারপাশে শুধু নীল মানুষ’ ও ‘শূন্যতার অভিমুখী’ পাঠক সমাদৃত হয়। সমাজের অস্পৃশ্য নারীদের জীবন কাহিনী নিয়ে লিখেছেন ‘বেশ্যাবৃত্তির সাতকাহন’ নামে একটি বই। মোস্তফা বাবুল ২০১৪ এবং ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে সরিষাবাড়ী থেকে বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট(বিএনএফ) পার্টির প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন।
তার মৃত্যুতে জামালপুর প্রেসক্লাব,জামালপুর জেলা প্রেসক্লাব,জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিরা গভীর শোক জানিয়েছেন।
ওমেন্স নিউজ ডেস্ক/