জয় গোস্বামীর কবিতা ‘১০ নভেম্বর’

কবি জয় গোস্বামী

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি জয় গোস্বামী। গত ১০ নভেম্বর তার সত্তরতম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ওমেন্স নিউজের পাঠকদের জন্য কবির এই কবিতাটি পোস্ট করা হলো।

১০ নভেম্বর

যে-লেখা পড়ে তোমাদের শুকনো চোখে জল আসবে
সেই লেখা আমার হাত থেকে বেরিয়ে
উড়ে ওই ডালে গিয়ে বসল।
এখন থেকে তাকে পড়তে শুরু করবে পাখিরা।
শুনে-শুনে মুখস্থ হয়ে যাবে গাছেদেরও।
কিন্তু গাছেরা তো কথা বলতে পারে না! কী হবে?
কী আবার হবে!
আমি আর বকুন, দিনে রাতে, কত গাছের গুঁড়িতে
কান রেখে শুনেছি
গাছ, মনে-মনে কবিতা বলছে

কবি পরিচিতি: জয় গোস্বামীর জন্ম ১৯৫৪ সালের ১০ নভেম্বর পশ্চিমবঙ্গের কলকাতা শহরে। তার প্রথম কবিতার বই 'ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ' প্রকাশিত হয় ১৯৭৬ সালে। ইতিমধ্যে তার ৪০টির মতো কাব্যগ্রন্থ এবং ২০য়ের বেশি উপন্যাস ও প্রবন্ধের বই বেরিয়েছে। ভারতের অন্যতম জনপ্রিয় এই কবি তার সাহিত্যকর্মের জন্য আনন্দ পুরস্কার (১৯৯০ ও ১৯৯৮), সাহিত্য অকাদেমী পুরস্কার (২০০০), ভারতীয় ভাষা পরিষদ (২০১০), রচনা সমগ্র পুরস্কার (২০১১), বঙ্গবিভূষণ (২০১২) ইত্যাদিসহ বহু পুরস্কার অর্জন করেছেন। কবিতার পাশাপাশি তিনি গল্প, উপন্যাস ও প্রবন্ধ লিখে চলেছেন নিয়মিত।

ওমেন্স নিউজ সাহিত্য/