মহীতোষ গায়েনের কবিতা ‘আমার লক্ষ্মী’

মহীতোষ গায়েন

আমার লক্ষ্মী

আমার লক্ষ্মী মাঠে মাঠে ফসল বপন করে
আমার লক্ষ্মী নিপীড়িত, অনাহারে রোজ মরে,
আমার লক্ষ্মী বক্তৃতা করে জনসভা ময়দানে
আমার লক্ষ্মী প্রতিরোধ গড়ে কবিতা এবং গানে।

আমার লক্ষ্মী প্রতিবাদে রাস্তায় বসে কাঁদে
আমার লক্ষ্মী উনুনে মোটা চাল-ভাত রাঁধে,
আমার লক্ষ্মী ছেঁড়া শাড়ি স্কুল কলেজ যায়
আমার লক্ষ্মী বেকার আধপেটা ভাত খায়।

আমার লক্ষ্মী ডাক্তার হয়, হয় উকিল ইঞ্জিনিয়ার
আমার লক্ষ্মী যুদ্ধে যায়, নিয়ন্ত্রণ করে যান-গীয়ার,
আমার লক্ষ্মী নোবেল পায় মহাকাশেও দেয় পাড়ি
ঘরে ঘরে লক্ষ্মী লড়াই হতে কখনও যেও না ছাড়ি।

ওমেন্স নিউজ সাহিত্য/