ধূসর পান্ডুলিপি
চলে গেছো ,রিমঝিম নিশীথ রাতের ভারী নিঃশ্বাসের মুঠিচেপে ধূসর পালকসম ভোকাট্টা হয়ে,
অকারণ অবশিষ্ট বিশ্বাসের
ওড়না সরিয়ে নিজেকে গুটিয়ে নিলেম আড়ালে, চঞ্চল বালক;
কি করিনি যা বলেছ–রিমঝিম
বৃষ্টিধারায় পা ভিজিয়ে তোমার পাশেই তো থেকেছি,
মধ্যিরাতে মধ্যশিরা জ্বালিয়েছি তপ্ত আবেগে ইথারিং প্রেমে জলন্ত মেতেছি যখনতখন,
তুমিও আদ্যপ্রান্ত ছুঁয়েছিলে ডুবেছিলে ত্বকস্রোতের কুঞ্জবীথিকায়;
অনুকরণ করিনি, অনুসরণ করেছি হারানোর ভয়ে; প্রাণায়াম ভাসিয়ে সেই স্বভাবী তুমি চলে গেলে, কেন খুঁজবো বলো আর;
'ভালবাসার মৃত্যু হয়' নিত্য লালন করে যে প্রেমিক, প্রেমকে নিশ্চিন্তে নিশ্চিহ্ন করে তো সে-ই ; ঘনবীথিকায় পাতার অনুরণন হচ্ছে শুধু ঘৃণার তরুমূল,
ইথারে ভাসে যন্ত্রণার নি:শ্বাস ;
কেন বিশ্বাসঘাতী হয়েছিলে উভয়চরী, জানা হলো না আর, তাই….
ওমেন্স নিউজ সাহিত্য/