Tag: হোমায়রা হুমার কবিতা
হোমায়রা হুমার কবিতা ‘নস্টালজিয়া’
নস্টালজিয়া
বই মেলা, শুস্ক ধুলো টানছে পেছনে প্রবল ; ধীর পায়ে হাঁটছি স্মৃতিঘন হৃদয়বনে স্যালুলয়েডের প্রচ্ছদ যেন, চলছেই পথ যেখানে সে নেই
ডান বাম,বাম ডান,সামনে পিছনে...
হোমায়রা হুমার কবিতা ‘ঘৃণার্হর পরচা’
ঘৃণার্হর পরচা
টইটুম্বুর ঘৃণার্হ তোর জন্যই,
আমিতো চাই বিশ্লেষণে বিশ্বত জড়াক কবিতায়, ধিনধিন পরচা দিন দিনে পান্ডুলিপির অন্তর্বর্তী পরতে মোলায়েম খামিরে ঢেলেছে পৃষ্ঠাঙ্কে ;
যে ছটাক নীলাম্বর...
হোমায়রা হুমার কবিতা ‘পুরোনো ডায়রি’
পুরোনো ডায়রি
জানি তুমি দেখো, যত দূরেই থাকো,
জেনো স্পর্শের সুখ যে খাদ্যের
চেয়েও প্রিয়,নিত্যদিনের স্মৃতি
টলমল যে অভিধান তোমার হাতে,
নীশি ঘাম আজ তণু-মন গড়িয়ে
ঢেউ তোলে পদ্মাতে;
টেলিটাইপ পেরিয়ে...
হোমায়রা হুমার কবিতা ‘প্রতিবাদী প্রতিবাক্য’
প্রতিবাদী প্রতিবাক্য
(কবি সুফিয়া কামালকে উৎসর্গিত)
ধংসের উপত্যকায় দাঁড়িয়ে
ফুলেল সৌরভ ছড়িয়েছি চিরদিনই ,
পাছে লোকে বলে এমন পূর্ণবতী উন্মূখ জিহ্বাকে পাশ কাটিয়ে চিরদিন উত্তাল সমুদ্রের বুক চিড়ে...
হোমায়রা হুমার কবিতা ‘কাব্যচিত্র’
কাব্যচিত্র
গুপ্তপথে দ্রুত চলার অভিধান কারো হস্তগত নয়, সাগর সাঁতরে সময় যাপনে তেজস্বী তো তুমি; তবু সূর্যকর হাঁটে বালিকণায় জীবনক্ষণে;
দিন কাটে রাত জোছনায় উঠোনজুড়ে; আর...
হোমায়রা হুমার কবিতা ‘বন্ধুবর’
বন্ধুবর
তুমিতে ভর করেই কলমে
দাঁড়াই আমি, উষ্ম শ্বাস
তেপান্তরে উপধ্বনি বাজাক, আমি পর্দাপুশিদা ফেলে'দি নির্দ্বিধায়,
টুইটার, ইমো, স্কাইপ খোলা
জানালার জানাজানি চলতি
হাওয়ায় রোশনাই মাখে ;
অথৈজলে ডিঙ্গি নৌকাদি
এদিক সেদিককার...
হোমায়রা হুমার কবিতা ‘যুবকটি’
যুবকটি
প্রতি ঈদে এখনো দেশে যায় যুবকটি,
তার পিছু ধায় স্মৃতি, বিচ্ছেদ সুখ ;
এক সময় সমুদ্র ঝড় বন্যা প্লাবনে ভেসে বেপরোয়া সুধায় যুবকটি তপ্ত রোদে পোষা...
হোমায়রা হুমার কবিতা ‘জলছাপ’
জলছাপ
ঝরাপাতায় শূণ্যতার পদধ্বনি শুনছি নিযুতকাল, আবেগী কবিতার ছন্দপাত, চিরকুট লিখেই সময় গিয়েছে চলে বয়েসী ধার,
বরাবর বৎসরি মিলনে তীব্র প্রতিক্ষি বুননে গাথা পান্ডুলিপি রেখে ঐ...
হোমায়রা হুমার কবিতা ‘বীর মুক্তিযোদ্ধা তুমি’
বীর মুক্তিযোদ্ধা তুমি
(ফেরদৌসী প্রিয়ভাষিণীকে উৎসর্গকৃত)
বঙ্গবন্ধু ডাকলেন পল্টন ময়দানে,
আশা জাগালেন স্বাধীনতার হৃদয় গভীরে , মধ্যরাতে পাকিদের সশস্ত্র আঘাতে নিরিহ বীর বাঙ্গালী মুক্তিযোদ্ধা হলো;
নয়টি মাস পিশাচযোনি...
হোমায়রা হুমার কবিতা ‘বলিনি কাছে এসো উষ্ণতায়’
বলিনি কাছে এসো উষ্ণতায়
কোনোদিনই বলিনি ফিরে এসো,
ফিরে দেখো,
একটিবার চোখ তুলে তাকাও,
আমার এই পরিচ্ছন্ন বাতায়ন,
মাটিলেপা নিকোনো উঠোন,
পরিপূর্ণা মনপবন যে উর্ধ্বে হারিয়েছ;
আজো ঝকঝকে আবেগঘন লিপিকা ঘর্মাক্ত...