আক্তারুজ্জামান মিন্টুর কবিতা ‘সেই বন্ধু’

তখন তুমি মৃত্যু পথে অমানিশিতে
রহিত প্রাণে অপারেশন থিয়েটারে
হতাশার নিগূঢ় স্রোতে ব্যাকুল চিত্তে
বলেছিলে একটি কাব্য দেবে আমারে।

খুবই ক্ষীণতর সেই স্বল্প প্রহরে
বটপত্রে দিলাম কিছু শব্দ তোমারে
শুনিয়েছিলাম ইথারে আবৃত্তি করে
অনুরাগী কণ্ঠে কেঁদেছিলে বারেবারে।

মোহিত বরফ হয়ে ডেকেছিলে তারে
বলেছিলে ওগো প্রাণের জগত স্বামী
মৃত্যু গেছে হেরে সার্থক জনম আমি
 শুকরিয়া জানাই তোমার দরবারে।

সেই বন্ধু তুমিও কিন্তু আমার প্রেম
গাঁথতে চেয়েছিলে গলে, ছলে-কৌশলে
তখন আমি নিমগ্ন আর্কাইভ ফ্রেম
শ্রাবণ ভেজা চিত্রে, বৃষ্টির কোনো জলে।

কবি পরিচিতি: কবি মোঃ আক্তারুজ্জামান মিন্টুর জন্ম যশোহরে। অনেকদিন থেকেই লেখালেখির সাথে জড়িত। ‘একমুঠো সুখের আশায়’ শিরোনামে তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার সম্পদনায় দুটি যৌথ কাব্যগ্রন্থ ' সমীকরণ ' ও ' ঘোমটা পরা চাঁদ '।

ওমেন্স নিউজ ডেস্ক/