ফরিদা ইয়াসমিনের কবিতা ‘হৃদয়ের আঙ্গিনায়’

ফরিদা ইয়াসমিন

         হৃদয়ের আঙ্গিনায়

তুমি তো সেদিন দাওনি কোন সাড়া,

আমি তাই আজও খুঁজি হয়ে দিশেহারা!

সময় যে এসে গেছে যেতে হবে এবার,

কেন তবে পিছু ডাকা দিয়ে হাতছানি!

হৃদয়ের আঙ্গিনায় বন্ধক রেখেছিলাম

অনেক যত্ন করে একখণ্ড আবাদী ভূমি!

সেদিন ভূমিদস্যুদের সন্ত্রাসী হামলায়,

মালিকানাধীন জমি হয় গেল বেদখল!

ভূমিহীন যাযাবর হয়ে আজ ঘুরি ফিরি,

স্বপ্নের ভূমিতেই যে ভালোবাসা চাষ করি!

থোকা থোকা নীলফুলে ছেয়ে গেছে মন,

বেদনার উত্তাল সাগরে ভাসে এই ভূবন!

প্রেম-ভালোবাসা হৃদয়ের সূতোয় গাঁথা,

রূপ তাই কখনো হয় না এখানে বাধা!
————————————————

কবি পরিচিতি- কবি ফরিদা ইয়াসমিনের জন্ম ১৯৬১ সালের ১৪ মার্চ, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাধীন মেন্দারবেড় গ্রামে। বাবা-মার চতুর্থ সন্তান। বাবা মোঃ ইয়াকুব আলী পেশায় শিক্ষক। মা রোকেয়া বেগম গৃহিণী। তিনি ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য় থেকে বাংলায় সম্মানসহ স্নাত‌কোত্তর ক‌রেছেন। প্রথ‌মে এক‌টি কলেজে শিক্ষকতা পেশা দিয়ে কর্মজীবন শুরু ক‌রেন। এরপ‌র পরামর্শক হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে দীর্ঘ‌দিন কাজ ক‌রেছেন। তিনি মূলত একজন কবি। তবে কবিতা ছাড়াও নিয়মিত নানা ধরনের গদ্য লিখে থাকেন।

ওমেন্স নিউজ ডেস্ক/