সাজিয়া আফরিনের কবিতা ‘প্রিয় মাতৃভূমি’

প্রিয় মাতৃভূমি

গর্বে ভরে বুক যে আমার
জন্ম নিয়ে তাই,
সবুজ শ্যামল স্নিগ্ধ সজল
আমার দেশটা ভাই।

তাঁতী কুমোর জেলে মাঝি
কাজের খুঁজে যায়,
হলুদ ফুলের সুবাস লেগে
কেউ আনন্দ পায়।

রাখাল ছেলের বাঁশির সুরে
মনে মধুর টান,
কৃষাণীর বুক আশায় বাঁধে
গোলায় ভরে ধান।

সকাল সন্ধ্যা পাখির গানে
ভাঙ্গে আমার ঘুম,
নতুন ধানের খেজুর পিঠায়
পাড়ায় পড়ে ধুম।

পদ্মা মেঘনা মধুমতি
স্রোতে ভাসে ঢেউ,
রূপের রানী দেশ যে মাতা
পাবে না আর কেউ।

ওমেন্স নিউজ/