মোঃ আবুল কাসেমের কবিতা ‘নারী’

মোঃ আবুল কাসেম

নারী
জন্ম থেকে মায়ের কোলে
বাবার স্নেহ পেয়ে,
বড়ো হয়েই কন্যা বধূ
শ্বশুর বাড়ি যেয়ে।

স্বামী পরম ধর্ম মেনে
করে জীবন শুরু,
স্বামীর সেবা করতে গিয়ে
মানে পরম গুরু।

পতি তাহার প্রাণের সখা
ভালোবাসার ধন,
নারীর মনে স্বপ্ন আঁকা
খুশির আসে ক্ষণ।

স্বামীর পদে স্বর্গ সুধা
পাবার আশা করে,
নারী সদাই স্বামীর সাথে
স্বপ্ন প্রাসাদ গড়ে।

স্বামীর কোলে মাথা রেখেই
মরার স্বাধ জাগে,
ভালোবাসার প্রাসাদটাকে
ভরায় অনুরাগে।

কবি পরিচিতি: মোঃ আবুল কাসেম, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজীনগর এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি অনলাইনে লেখালেখি করে লন্ডন, আমেরিকা, ভারত থেকে প্রচুর সম্মাননা অর্জন করেছেন। তার প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা সাতটি।

ওমেন্স নিউজ সাহিত্য/