হামিদা আনজুমানের কবিতা ‘বসন্তে আজ’

হামিদা আনজুমান

বসন্তে আজ

তোমায় নিয়ে ভাবতে বসি, কাব্য খোলে দোর
তোমার চোখেই নামে আমার প্রতিদিনের ভোর।

শিশির ভেজা দুর্বাঘাসে রোদের কিরণ হাসে
দুপুরবেলা হৃদয় রাঙে পদ্ম জলে ভাসে।

সূর্য সাজে আলোর টিপে রোদের খেয়া দিয়ে
অপেক্ষাতে থাকি তোমার দক্ষিণা বাও নিয়ে।

বিকেল গড়ায় শান্ত নিঝুম তোমার চোখে চেয়ে
সাঝের মায়া বলে কথা তোমায় কাছে পেয়ে।

তুমি আমার দূর আকাশের সন্ধ্যাতারা শশি
তুমি আছো হদয় মাঝে, বক্ষ জুড়ে বসি।

অষ্টপ্রহর এমনি তোমায় ভেবে করি কাব্য
বসন্তে আজ, আর কে আছে ?এমন করে ভাববো!

কবি পরিচিতি: হামিদা আনজুমান এই সময়ের একজন প্রতিশ্রুতিশীল ছড়াকার, কবি, কথাসাহিত্যিক। বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন ও লিটলম্যাগে নিয়মিত প্রকাশিত হচ্ছে তার লেখা। লেখা প্রকাশিত হয়েছে ছড়া, কবিতা, গল্পের বেশ কিছু সংকলনেও। হামিদা আনজুমান ছড়া সাহিত্যে পেয়েছেন বাংলাদেশ নারী লেখক সোসাইটি সম্মাননা'২০১৯। লেখকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা চারটি।

ওমেন্স নিউজ/