প্রকাশিত হয়েছে কমললতা নূরের কবিতার বই ‘ফাগুনের পরাগ’

এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কমললতা নূরের কবিতার বই ‘ফাগুনের পরাগ’। এটি কবির প্রথম কাব্যগ্রন্থ।

‘ফাগুনের পরাগ’মেলায় এনেছে ‘নন্দিনী সাহিত্য ও পাঠচক্র’প্রকাশনী। প্রচ্ছদ করেছেন মুহদিন জহির অয়ন। পাঁচ ফর্মার বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। এটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলার ৭৫৮ ও ৩৭৫ নং স্টলে।

বাগেরহাটের মেয়ে কমললতা নূর কবিতা লেখার পাশাপাশি দৃষ্টিনন্দন ফটোগ্রাফি করছেন। তিনি ভালোবাসেন প্রকৃতির সবচেয়ে মোহনীয় সৃষ্টি ফুলের ছবি তুলতে। নিজের তোলা এসব ছবির সঙ্গে জুড়ে দেন আকর্ষনীয় সব ছন্দ, যেগুলোর অধিকাংশই তার নিজের সৃষ্টি। আত্মপ্রচারে বিমুখ প্রকৃতিপ্রেমী এই কবি প্রকৃতির নৈসর্গে খুঁজে বেড়ান প্রেম ও বিরহের কবিতা। কমললতা নূরের ছোঁয়ায় ছন্দ আর ছবিতে মিলেমিশে একাকার যেন প্রকৃতি। ‘ফাগুনের পরাগ’ বইটি হাতে নেওয়া মাত্রই এ সত্য উপলব্ধি করবেন পাঠক।

প্রথম বইয়ের জন্য ওমেন্স নিউজের পক্ষ থেকে কবি কমললতা নূরকে অভিনন্দন। আমরা তার ‘ফাগুনের পরাগ’ কাব্যগ্রন্থের বিপুল পাঠকপ্রিয়তা আশা করছি।

ওমেন্স নিউজ ডেস্ক/