ইউসুফ শরীফের কবিতা ‘তুলিতে হাত’

ইউসুফ শরীফ

তুলিতে হাত

তুলিতে হাত রাখলে
রঙ লাফিয়ে ওঠে
সময়টময় নেই সংকেত পাঠায় যত্রতত্র।
[টসটসে কুমারী সযত্ন লালনে রাখে যৌবন।]
ফুল
ফুটবার দিন আসে
ফুল ফোটে, পাখি ওড়ে
নদী জেগে ওঠে জল-কাঁকনে
রঙ হলুদ হয়ে পেকে ওঠে
হায় রঙ!
ঝরে
ঝরে যায়-
তবু তুলি-এই তুলিতে রাখি হাত
রঙ লাফায়-দাপায়
প্রফুল্ল করুণ হয়-
[মাথুরে কাঁপছে একটি নৈশ নদীর ছায়া।]

ইউসুফ শরীফ: দেশের স্বনামধন্য কথাসাহিত্যিক ও কবি। তার প্রকাশিত ছোটগল্পের সংখ্যা ৭০ এবং প্রকাশিত উপন্যাস ২১টি। তিনি কথাসাহিত্যিকদের সংগঠন কথাসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি।

ওমেন্স নিউজ/