বিবেক পালের কবিতা ‘সাঁঝের তারা ঢাকা কালো মেঘে’

বিবেক পাল

সাঁঝের তারা ঢাকা কালো মেঘে

( কবিতাটি শিক্ষক দিবস উপলক্ষে লেখা)
 

              প্রতিক্ষণে ক্ষণে নিজেকে বিলিয়ে দিয়ে—
জ্ঞানের প্রদীপ্ত আলোয় গড়েন যারা মানব জীবন,
মানুষের মনের আয়নায় প্রতিফলিত হন সদা সর্বক্ষণ ।

মানুষ গড়ার কারিগর ওরা
ত্যাগের ব্রতে অহর্নিশ জ্বালে জ্ঞানের দীপ,
চোখের তারায় স্বপ্নের জাহ্নবী।

তোমার নামেই আঁধার সরিয়ে হেসে ওঠে
শুকতারা পূব-আকাশে ; সাদাসিধে জীবন-
পাঁজর ভেঙে আনো ছাত্রদলে আলোর প্লাবন।

জীবনে জড়িয়ে অভাবের দুঃসহ জ্বালা
ফুসফুসে বেঁধেছে বাসা অজানা রোগ, তবুও-
তুমি নিরলস পরিশ্রম করো, মানুষ গড়ার জন্যে।

আজ সন্ধ্যায় তারা ভরা আকাশেতে
খুঁজে খুঁজে হয়রান ; দেখা মেলেনি তার—-
প্রানাধিক ভালোবেসেছিলে যে জন ছাত্রদলে।

অবশেষে তারা খুঁজে পেয়েছে তোমায়-
হৃদয় গহীনে, ফল্গুধারার মতো নীরবে বয়ে চলো
প্রতিটি ছাত্রের মস্তিষ্কে , হৃদয়ের মণিকোঠায়।

'ঘৃণার সমুদ্রের ওপর উজ্জ্বল রোদ্দুরের মতো আমি—
ঘাসের ঘোমটা ঢাকা কী অবিনশ্বর মোহিনী তুমি
তুমি চাইবে পৃথিবী-জোড়া গানের সাম্রাজ্য ।'

দ্রোণাচার্য্য'কে রেখেছে মনে যুগের একলব্য অভিমণ্যু'রা
ইতিহাস করে নি ক্ষমা দ্রোণে,
পশ্চিম আকাশে সাঁঝের তারা, ঢাকা কালো মেঘে ।

কবি পরিচিতি: বিবেক পাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। থাকেন দার্জিলিং জেলার শিলিগুড়িতে। কবিতার সঙ্গে সখ্যতা তার শৈশব থেকে। বলতে গেলে কবিতা লেখা ও পড়া তার একমাত্র নেশা। তবে প্রচারবিমুখ এই কবি খুব বেশি পত্রিকায় লেখা দেন না। যদিও স্থানীয় কয়েকটি লিটলম্যাগে তার বেশ কিছু কবিতা ছাপা হয়েছে। পেশা জীবনে তিনি একজন ব্যবসায়ী।

ওমেন্স নিউজ সাহিত্য/