বিবেক পালের কবিতা ‘উদয়ন পন্ডিত’

বিবেক পাল

উদয়ন পন্ডিত

সোনার ফসল ফলায় যারা সকলের তরে
লাঞ্ছনা গঞ্জনা নিত্য সঙ্গী করে ,
অভাব চিরকাল তাঁদেরই ঘরে ঘরে ।

শ্রমের ফসল লুটে, মন্দ জনে বসে সিংহাসনে
যুগ যুগান্তরের এ'নিয়ম ভাঙ্গতে—–
উদয়ন পন্ডিতেরা কড়া নাড়ে বোধের ঘরে !

বাতাসে ভাসে উলঙ্গ রাজার হাহাকার
ভাদ্রের ভর দুপুরে চিল চিৎকার ,
উদয়ন পন্ডিতের ছাত্রদল দল-বেঁধে রাস্তায় ।

প্রতিবাদ প্রতিরোধে উত্তাল সময়
উচ্চকিত স্বর শুনি বাতাসে ,
"দড়ি ধরে মার টান রাজা হবে খানখান ।"

প্রতিক্ষণ প্রতি মুহূর্তে ; শিরদাঁড়া সোজা রেখে
উদয়ন পন্ডিতেরা নিজেকে বিলিয়ে-
মানুষ গড়ে , ঝড় ঝঞ্জা উপেক্ষা করে ।

ওমেন্স নিউজ সাহিত্য/