সামসুন্নাহার ফারুকের কবিতা ‘মোহময়তা’

সামসুন্নাহার ফারুক

 মোহময়তা

মস্তিষ্কের স্ক্রীনশটে ইদানিং প্রায়ই
ভেসে আসছে রোদ্দুর- বসন্ত মাখা দিন
আছড়ে পড়ছে তারা হৃদয়ের উপকূলে
ছুঁতে চাইছি ধরতে চাইছি
পারছিনা কিছুতেই
হাওয়ায় মিলিয়ে যাচ্ছে নিমেষেই

সময়গুলো ছুটছে
জোছনার বানের মতন
সফেন ঢেউয়ের মতন
বয়োস্কোপের ছবির মতন
অন্তর্গহনে পাতা উল্টাচ্ছে তারা
না, কারোর অধীর প্রতীক্ষায় নয়
ভাত-কাপড়ের মোকাবেলায় নয়
শুধুই যাওয়া আসা
শুধুই আসা যাওয়া
শুধুই মনে করিয়ে দেওয়া

এইসব খুঁটিনাটি সুখ দুঃখ পরিপাটি
থাকে , থেকে যায়  থেকেই যায়
অলৌকিক কোন ঈশারায়

জীবনের প্রতিটি মূহুর্তই
অন্ধকারে নিমজ্জিত হয়
প্রতিটি মূহুর্তই চলে যায়
না ফেরার দেশে
মহাবিশ্বেট কনজার্ভেটরিতে নির্বিঘ্নে
ঘোরাফেরা করে
টিকে থাকে কেবলই মোহময়তা ।

ওমেন্স নিউজ সাহিত্য/