ভয়াবহ ভূমিধসে ভেসে গেল ২২ সেনা

ভিয়েতনামের কুয়াং ত্রি প্রদেশের সেনা ব্যারেকে রোববার সকালে আঘাত হেনেছে ভয়াবহ ভূমিধস। এতে ভেসে গেছে দেশটিতে বন্যা মোকাবেলা নিয়োজিত কমপক্ষে ২২ সেনা। সূত্র-রয়টার্স

চলতি মাসের গোড়া থেকেই সেন্ট্রাল ভিয়েতনামের বিভিন্ন অংশে শুরু হয়েছে সাম্প্রতিক সময়ের ভয়াবহতম বন্যা। বন্যার কারণে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনাও ঘটছে নিয়মিত। গত কয়েক দিনে বন্যা ও ভূমিধসে দেশটিতে কমপক্ষে ৬৪ জন প্রাণ হারিয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যে ভারী বর্ষণের ইঙ্গিত দিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। আগামী বুধবার পর্যন্ত অব্যাহত ওই বর্ষণের সময় ৬শ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। ফলে ভিয়েতনামের চলমান বন্যা পরিস্থিতির যে আরও অবনতি হতে চলেছে তা এক প্রকার নিশ্চিত।

ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, স্থানীয় সময় রোববার ভোরে ভিয়েতনামের চতুর্থ সামরিক অঞ্চলের একটি ইউনিটের ব্যারাকে আঘাত হানে ভয়াবহ ভূমিধস। এতে কমপক্ষে ২২ সেনা নিখোঁজ হয়েছে বলে সরকারি ওয়েবসাইটে জানানো হয়।

এর দিন কয়েক আগে আরও একটি ভূমিধস হয়েছিলো ওই অঞ্চলটিতে। এতে নিহত ১৩ জনের অধিকাংশই ছিল সেনা সদস্য।

ভিয়েতনামের সংবাদ মাধ্যমগুলো রোববার জানাচ্ছে, গত ২০ বছরের বেশি সময় পর কুয়াং ত্রি প্রদেশের সবক’টি নদীর পানি এখন বিপদসীমার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে।

ওমেন্স নিউজ ডেস্ক/