করোনায় মারা গেছেন আরও ৩২ জন

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৩১২ জন।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৪৭০ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২ হাজার ১৮৩ জন হয়েছে।

সোমবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৬৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে এখন পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন হয়েছে।

দেশে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ১২ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩১৬ নমুনা। জনসংখ্যার হিসাবে করোনাভাইরাস রোগী শনাক্তের হার ১৬.৩১ শতাংশ।

দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে ১৮ মার্চ।

ওমেন্স নিউজ ডেস্ক/