শাহারিয়ার ইমরানের প্রেমের কবিতা ‘বর্ণহীন মন’

     বর্ণহীন মন

পথহারা পথিক আমি
কোন দিকে যাবো
কার প্রাণে চাহিব আমি
কার নয়নে হারাবো

যার প্রাণে দৃষ্টি পাতি
তার মায়াতে বাসি ।
কাকে বলি প্রিয়তমা
কাকে বলি আনমনা

কাকে রাখি হৃদয় নীড়ে
কাকে রাখি পশ্চাতে
কূল নাহি খুঁজে পাই ।
কার চোখে চোখ রাখি
কার চোখের জল মুছি
কার চোখে চোখ রেখে
সুখ খুঁজে পাই ।

কার হাসি দেখি আমি
কার হাসি রুখি আমি
কার প্রাণে চাহি আমি
ভালোবাসা খুঁজি ।

কাকে রাখি চোখের প্রান্তে
কাকে রাখি দুরপ্রান্তে
কার হাত ধরি আমি
কার হাত ছাড়ি আমি
কার হাতে হাত রেখে
অজানা পথে চলি।

কবি পরিচিতিশাহারিয়ার ইমরান একজন নতুন কবি। সবে অনার্স শেষ করেছেন। তার কবিতায় প্রচুর আগ্রহ আছে। যদিও নিয়মিত গদ্য ও লিখছেন তিনি। তার গ্রামের বাড়ী নোয়াখালী।

ওমেন্স নিউজ ডেস্ক/