নূরুন্নাহার বেগমের কবিতা ‘শুধু একটি কবিতা’

নূরুন্নাহার বেগম

শুধু একটি কবিতা

শুধু একটি কবিতা দাও
তোমার জীবনছন্দ দোলানো
অথবা ভালোবাসার কথায় গাঁদা ফুলের পাপড়ি রঙ
মেশানো হলুদ খামে ভরে রাখা
 একটি কবিতা দাও  ৷
 কমলা ফালি ঠোঁটের হাসি শূন্যে মেলানো
ফাগুন এসে মনের আগুন নোনা জলে ভাসিয়ে দিলে
অভিযোগের ভাষা জানা নেই তোমার
এমন কবিতা লিখে  আমায় দাও ৷
নিয়মের ফাঁদে পড়ে অনিয়মকে আঁকড়ে ধরার কারণ
খুঁজে পাওনা তুমি  
হঠাৎ বৃষ্টির সুরে গান গাইতে তুমি
যখন মন উতলা করা তোমার উচ্ছ্বল হাসি
উপভোগ্য হয়ে উঠতো
তার কারণ তুমি জানতে চাওনি কখনো
অজানা কথার স্নিগ্ধতা মাখা
একটি কবিতা  আমায় দাও ৷
আমার  অবসরে , কাজের মাঝে , প্রেমালাপের ফাঁকে
তোমার কবিতা সংলাপ হবে আমার
এমন কবিতা আমি চাই ৷
বিষাদমাখা বেদনার শীতে শত অভিমান জড়ানো
কথায় জোনাকির ভিড় ঠেলে
আমার হৃদয়ের পাতায় লেখা একটি  কবিতা
তুমি  নিয়ে আসবে
আমার জন্য শুধু একটি কবিতা ৷

কবি পরিচিতি: গাইবান্ধা জেলাধীন সুন্দরগঞ্জ থানায় লেখিকা নূরুন্নাহার বেগমের জন্মস্থান ৷ বর্তমানে রংপুর শহরে বসবাস ৷ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৭৪ –  ৮০ সাল পর্যন্ত প্রাণীবিদ্যা বিভাগে অধ্যয়ন করে বি,এস- সি( সম্মান ), এম,এস-সি ডিগ্রী অর্জন করেন৷ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি করেন ৷ অবসর জীবনে ছড়া,কবিতা, প্রবন্ধ ,ছোট গল্প লেখেন ৷ প্রকাশিত একক গ্রন্থ দুটি। তবে যৌথভাবে তেত্রিশটির বেশি কবিতার বই প্রকাশিত হয়েছে তার ৷

ওমেন্স নিউজ/