শুভ্রা দে’র কবিতা ‘মন্দ হও নারী’

শুভ্রা দে

মন্দ হও নারী

রাস্তায়,বাজারে,সংসারে যাকে রোজ দেখো
হ্যাঁ, হ্যাঁ আমি-ই সেই
আমি উড়তে চাই না মধ্য গগনে
ভাসতে চাই এই সুন্দর পৃথিবীতে
আমার স্বপ্নগুলো
হয় গো ঠিক তোমাদের মতো
রোজ রাতে এ আসে আমার কাছে
তুমি ভেঙে দাও সেগুলো, টুকরো হয়ে মিশে যায় মাটিতে।
এই শোনো জোরে কথা বলো না
সব সময় মাথা নিচু করে শুনবে
শুনছো যাকে বলে তোমরা
হ্যাঁ হ্যাঁ আমি-ই সেই
আমি এবার মাথা উঁচু করে দাঁড়াব
চিৎকার করে নিজের কথা বলবো
আমার ইচ্ছার কথা,দাবীর কথা
জোর গলায় পাহাড় ভেদ করে বলবো
শোনো আর যেন পুরুষের পত্রিকাতে তোমার অপারগতার কথা না দেখি ,
আর একবার ও তুমি হও না ধর্ষিতা
ধর্ষণ করতে আসা পুরুষদের হাতে ধরিয়ে দাও ওদেরই পুরুষাঙ্গ
পারতো ধংস করো, পিষে ফেলো
তোমার দিকে ছুটে আসা ধর্ষণকারীদের ,স্বপ্ন ধ্বংসকারীদের,মনোদহনকারীদের
একবার নয় খারাপ হও, মন্দ হও
মন্দ হয়ে জয়ধ্বনি দাও
ভালোর থেকে খারাপ হয়ে দেখো
এর থেকে ভালো আর কিছুতে নেই।

ওমেন্স নিউজ/