জাতীয় কবির জন্মদিবসে বিবেক পালের বিশেষ কবিতা ‘নীলকন্ঠ কবি’

কাজী নজরুল ইসলাম

নীলকন্ঠ কবি
     
জৈষ্ঠ্যের প্রখর তাপে নদী জল বাষ্প হয়ে উড়ে যায়
মেঘেদের ঠিকানায়; বর্ষার আমন্ত্রণে ।

মধ্য গগণে বিরাজমান রবি
এমনি সময় তুমি এলে তেজদীপ্ত কিরণে,
আপোষহীন কলম মুক্তো ছড়ায় শব্দের মাধুর্য্যে !

নিবিড় ভালোবাসায় সাম্যের গানে
আমার কৈফিয়ৎ এর ছত্রে ছত্রে অগ্নিবীণার ঝংকারে
দুলে ওঠে সাম্রজ্য-লোভীদের সিংহাসন, মসীর ভয়ে !

ফণি-মনসা, সর্বহারা, দোলন-চাঁপা, বিষের-বাঁশীর
উত্তাল ঢেউয়ে জেগে ওঠে কাল-পুরুষ-
সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠবার আগেই—

মরা গাঙে আসে জোয়ার, কারার ঐ লৌহ কপাট ভাঙতে
মৃত্যু ঠেলিয়া নয়ন মেলে মহাযোগী
'দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে!'

শত শতাব্দীর অনাচার ব্যভিচার উৎপীড়ন
'পুণ্য বেদীর শূন্যে ধ্বনিল
ক্রন্দন——–'

নীল আকাশ তলে বেলাভূমি জুড়ে আছড়ায়
অন্তহীন বেদনা ; ঝাউবন দুলে ওঠে
দুলে ওঠে সময়—

'———বিরহ-অথির
বুকে তব ব্যথা-কীট পশিল সেদিন !
যে কান্না এল না চোখে মর্মে হ'ল লীন
বক্ষে তাহা নিল বাসা,—-'

বাকরুদ্ধ i ' ভাষা , অশ্রু-ভাঙা !
——–মৃতুঞ্জয়ী
ব্যথা-বিষে নীলকণ্ঠ কবি !'

বিবেক পাল

কবি পরিচিতি: বিবেক পাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। থাকেন দার্জিলিং জেলার শিলিগুড়িতে। কবিতার সঙ্গে সখ্যতা তার শৈশব থেকে। বলতে গেলে কবিতা লেখা ও পড়া তার একমাত্র নেশা। তবে প্রচারবিমুখ এই কবি খুব বেশি পত্রিকায় লেখা দেন না। যদিও স্থানীয় কয়েকটি লিটলম্যাগে তার বেশ কিছু কবিতা ছাপা হয়েছে। পেশা জীবনে তিনি একজন ব্যবসায়ী।

ওমেন্স নিউজ সাহিত্য/