রানা জামানের কবিতা ‘আজো বাবার আঙ্গুল ধরে নাচি’

রানা জামান

আজো বাবার আঙ্গুল ধরে নাচি

বাবার আঙ্গুল ধরে হেঁটে গেছি পুরো বাল্যকাল
নেচেছি বাবার সাথে অভিজ্ঞতা নিতে
অথবা বাবাও নেচেছেন রোদন কমাতে
অনেক সময় হেঁটেছেন রুগ্ন দেহ নিয়ে আমার
বড্ড বেদনার্ত নাচ ছিলো প্রিয় বাবার আমার

নিজের খাবার ছেড়ে পছন্দের খাদ্য এনে দিলে
আমি নেচেছি তখন
আমার আনন্দ দেখে মনে মনে বাবা নাচতেন নিশ্চয়ই
বাবার হৃদয়ে এক আশা নাচতো সুপ্রিয় পুত্রের ভবিষ্যৎ নিয়ে

বাবার অমন প্রত্যাশায় চেষ্টা করেছি
আমিও নেচে যেতে নিত্য
জীবনের নাচ বাবার সহিত নাচা বেশ আনন্দের
অনেক সময় কষ্টের হলেও
নেচেছি নিজের ভবিষ্যৎ ভেবে
ভেবেছি: বাবার সব কর্মকাণ্ড আমাকে ঘিরেই
বাবার ঘাণিতে থাকা পরিবারের মঙ্গল অবশ্য
আর পরিবারে সন্তান সকল আনন্দের মূল

বাবার ছায়ায় একদিন বড়ও হয়ে গেছি আমি
বাবার বয়সে প্রবীন বাবার সাথে
নাচার সুযোগ হলো না আমার
হঠাৎ বাবাটা আমার দূরের আকাশে হারিয়ে গেলেন
অনেক তারার সংসারে

আমি আজো মনে মনে বাল্যকালে গিয়ে
বাবার আঙ্গুল ধরে নাচি।

রানা পরিচিতি: আমাদের সাহিত্যের অতি পরিচিত মুখ রানা জামান। দীর্ঘদিন ধরে নিরলসভাবে লিখে চলেছেন গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশুতোষ, সাইন্সফিকশনসহ নানা ধরনের লেখা।  সবমিলিয়ে ৯০টির বেশি বই বেরিয়েছে তার। লেখকের দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি দীর্ঘদিন বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে অতিরিক্ত সচিব হিসাবে অবসর নিয়েছেন।

ওমেন্স নিউজ সাহিত্য/