জাকিয়া রহমানের দুটি কবিতা

জাকিয়া রহমান

এক অনবদ্য ছবি

সে কোন শিল্পী ছবি আঁকে,
শুধু এঁকে চলে নিরবধি।
নীলিমার সীমাহীন কানভ্যাসে,
সৃষ্টির অনন্ত কাল ধরে।
সূর্য্য রঙের সংগীত সুরে,
মেঘের তুলিতে রঙ মিশিয়ে।  
অনন্তকাল ধরে তার উন্মাদ মন,
সময়ের রজ্জুতে নিবদ্ধ ।
শুধু এঁকে চলে সময়ের অসীমে,
বারংবার খোঁজে রঙের মিলন।
অলস্যহীন, শ্রান্তিহীন সে শিল্পী,
তার মন বাসনা হয়না পূরণ।
সৃষ্টি করতে চায় সে এক অনবদ্য ছবি,
যে ছবি কালের গর্ভে হয়ে যাবে স্থবির।
কিন্তু সেদিন বিলীন হবে সব অস্তিত্ব ,
আর সূর্য্যের রঙ সংগীত হবে নিস্তব্ধতা।

নীল জলধি

কিছু নীল স্বপ্ন বুঝি পুনর্বার-
আজ আমার এই সবুজ রঙ তুলির আঙিনায়,
দোল দোলে মনের দোলনায় সুবাতাসের গায়।  

যেন আশার পাপড়ি অধীর-
চোখ মেলে হলুদ আলোর বুকের ‘পরে সোহাগে,
উপচে পরে ব্যথার কালচে নীল জলধি সুখ বেহাগে।    

ব্যাথা ঝরে অঝোর অশ্রুধারায়-
ধুয়ে নিয়ে যায়, মুছে দিয়ে যায় উচ্ছাস কল্লোলে।  
আবার লহরী নৃত্যে মাতে আনন্দ উচ্ছল হিল্লোলে।   
 
বদলে যায় কালচে নীল রং বাথ্যার-
উঠে মেতে জলধি- বিহ্বল পেয়ে নব জীবন পুনরায়,  
সে নীল রং যেন স্বপ্নের তুলিতে আঁকা রেখায় রেখায়।

চমকায় যে রেখায় সোনালী কাশিদা-  
নিত্য অস্তির এক বঙ্কিম বিকাশ সুখ বিলাশের ভঙ্গিমায়,
জীবনে জড়ান আশার কথোপকথোন কত শত শোনায়।

কবি পরিচিতি:পুরো নাম ইসমেত জাকিয়া রহমান। কবি ও লেখক। সাহিত্যচর্চার পাশাপাশি শিক্ষকতার সাথে জড়িত। ইমিরিটাস আধ্যাপক ও গবেষক হিসাবে কাজ করছেন আয়ারল্যান্ডের লিমেরিক বিশ্ববিদ্যালয়ে।

ওমেন্স নিউজ/