আনজুমান আরা শিল্পীর কবিতা ‘এখনও সৃষ্টিকর্তা দেখিনি’

আনজুমান আরা শিল্পী

এখনও সৃষ্টিকর্তা দেখিনি

পানি বাতাস আর শব্দের মত আমি
তিল তিল করে
নষ্ট হয়েছি, দেখ-
যত পার নষ্ট কর আমাকে
কেবল আমার চোখ দুটি নষ্ট করো না
আমি এখনও সৃষ্টিকর্তা দেখিনি।

আমার চলার পথে যতো পার পুঁতে রাখো
চেনা অচেনা কাটা গাছের বীজ  
নদীকে ফুলিয়ে দাও রাস্তার ওপর
দিন হয়ে যাক রাত –
তবুও যেন তাকে দেখে যেতে পারি।

আমাকে যত পার নষ্ট করো
কেবল আমার প্রিয়তমকে নষ্ট করো না।
আমি যে এখনও সৃষ্টিকর্তা দেখিনি।

আনজুমান আরা শিল্পী: কবি, লেখক ও সাংবাদিক। প্রকাশিত গ্রন্থ চারটি।

ওমেন্স নিউজ /