শাহিন চাষীর কবিতা ‘প্রতিশোধ বিষয়ক’

              প্রতিশোধ বিষয়ক

প্রতিশোধ,
এই শব্দটি আমাকে ছোঁয় না ভুলে বা বাস্তবতায়;
প্রতিশোধ হতে দূরত্ব শ্রেয় সরল ভাবনায়।

আমি আকাশে তাকাই
    রোদ বা আলো, মেঘ অথবা বৃষ্টির জন্য;
আকাশে যদি বিরুদ্ধবাদের গান
একাকীত্ব শিখে চোখ
পৃথিবীর বুকে মনোযোগে পড়ে বিকল্প উপাখ্যান।

মুখ ফিরালে পাখি- নদীর দুয়ারে ঋষিবর,
মুখ ফিরালে জোনাকি- আঁধারে উদাসীন খেচর;
মুখ ফিরালে প্রেম- কবিতার বুকে মধুকর,
মুখ ফিরালে মানুষ- শূন্যতায় সান্ত্বনার বাসর।

আমি বৃক্ষের কাছে যাই
    শীতল ছায়া অথবা সুগন্ধি ফুলের সন্ধানে;
বিরক্তির ছাপ যদি সুবিস্তৃত শাখায়,
আমি নতশিরে সরীসৃপ
তুষারে ছাওয়া নির্জন মেরুর এক ভুতুড়ে গুহায়।

প্রতিশোধ-
এই শব্দটি উন্মাদ ও একরোখা প্রকাশে-গোপনে;
প্রতিশোধ মানে রক্তের দাগ মাটিতে অথবা মনে।

কবি পরিচিতি: শাহিন চাষী দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন। ইতিমধ্যে তার তিনটি কবিতার বই বেরিয়েছে। তিনি অধ্যাপনা পেশার সাথে জড়িত।

ওমেন্স নিউজ/