দেশে চব্বিশ ঘণ্টায় আক্রান্ত ৭০৭৫, মৃত্যু ৫২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৭ হাজার ৭৫ জন। এসময় কোভিড-১৯য়ে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন। লকডাউনের প্রথম দিনে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।  দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৩২ জন।

এর আগের দিন রোববার (৪ এপ্রিল) দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৮৭ জন। গত বছরের আটই মার্চ বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এটি ছিল ২৪ ঘণ্টা বা একদিনে সবচেয়ে বেশি সংখ্যক শনাক্তের রেকর্ড। আজ সোমবারও ৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

সবমিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ লাখ ৪৪ হাজার ৪৩৯ জন। আর করোনায় মোট মারা গেছেন ৯ হাজার ৩১৮ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৫ লাখ ৫৫ হাজার ৪১৪ জন।

এদিকে লকডাউন নিয়ন্ত্রণে সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন জারি করেছে সরকার।

আজ থেকে এক সপ্তাহের লকডাউন শুরু

ওমেন্স নিউজ ডেস্ক/