মায়ের জন্য ভালোবাসা-১ আমার মা

নূরহাসনা লতিফ

                   নূরহাসনা লতিফ
                 
                     আজ আমার মা  নেই
                     তাকে হারিয়েছি ২৫ বছর আগে।
                     মা দিবস এলেই অনেকে লেখা চায়
                    আমি বলি আমার মা দিবস প্রতিদিন।
                     খুব অল্প বয়সে মাকে হারিয়েছি
                    কিন্তু শারীরিকভাবে  মা চলে গেলেও
                     তিনি বেঁচে আছেন আমার অন্তরে।
                     তার স্মৃতি ভীষণ মনে পড়ে
                  মা পছন্দ করতেন কড়া দুধ  চা
                    যেটা মায়ের মত আমিও পছন্দ করি।
                     বসতেন মা পানের বাটা নিয়ে
                  প্রতিদিন  তার  পড়শি বন্ধুরা জমাতো আসর।
                   সে ছিল সুন্দর দিন।
                    মা পছন্দ করতেন সবজি বাগান করতে
                 লাউএর মাচায় ধরে থাকতো ছোট বড় লাউ।
               ঢাকায় বসেওবয়াম বয়াম আচার গিফট পেতাম।
               মা আমাকে কিনে দিতেন   সুন্দর সুন্দর শাড়ি
 মাকে মনে করেই আমি শাড়ি পরি
মা রাত জেগে উপন্যাস পড়তেন।
মায়ের লেখার অভ্যাস ছিল
হারিয় গেছে সেসব সংরক্ষন হয়নি।
  এখন  বুঝি  আমি মায়ের উত্তরসুরী।
মা  শেষ দিনেও বই নিয়ে কথা বলেছেন,
 আমি লিখি বলে তিনি গর্বিত ছিলেন।
আমার প্রথম  বই তাকে  উৎসর্গ করেছি।
মায়ের আত্মার শান্তি কামনা করি।

নূরহাসনা লতিফ: কবি ও লেখক। তার প্রকাশিত বই এর সংখ্যা ৩২টি।

ওমেন্স নিউজ ডেস্ক/