মো. হাফিজুর রহমান লিটুর কবিতা ‘মাতৃভক্তি’

মো. হাফিজুর রহমান লিটু

মাতৃভক্তি

(শেক্সপীরীয় সনেট)

তোমাতে স্বর্গীয় সুখ, জন্মদাত্রী মাতা;
মাতৃঋণ পরিশোধে, সাধ্য আছে কার?
অশক্য অবোধ ক্ষণে, সন্তানের ত্রাতা;
ভক্তিশ্রদ্ধা আরাধনা একচ্ছত্র তার।

মাতৃক্রোড়ে সন্তান সে স্বর্গ সুখে রয়,
ক্ষুধায় দুর্দৈব ক্ষণে, ভূলুণ্ঠিত প্রাণ!
আগ্রাসিলে ব্যধি, মৃত্যু, সুরক্ষিতে ক্ষয়;
সর্বমান্য মাতা সেথা করে মুক্তি ত্রাণ।

মাতাতে সঁপিও নিষ্ঠা, বিধাতার পরে;
ত্যাগিও রিপুর চক্র, মাতৃভক্তি তরে।

মাতৃদুগ্ধ বিহনে কে, বাঁচিবে ধরায়?
নিজ প্রাণ শ্রেষ্ঠ ধন, উর্ধ্বে মাতা তার;
মাতৃ বিয়োগে সে জন, বুঝিবে ত্বরায়।
মাতা তুমি শ্রেষ্ঠ দান জগৎ মাঝার।

কবি পরিচিতি: ড.মো.হাফিজুর রহমান লিটু ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলায়, মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বীজনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মিগ্রহণ করেন। তিনি কবিতা ছাড়াও নিয়মিত গল্প ও প্রবন্ধ লেখেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৩টি। পেশাজীবনে তিনি একজন আদর্শ শিক্ষক। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চান্দগ্রাম ডিগ্রি মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯য়ে  উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে পুরস্কৃত হয়েছেন। এছাড়া তথ্য মন্ত্রনালয় থেকে পেয়েছেন এম.ফিল ডিগ্রির ফেলোশিপ । হাফিজুর রহমান লিটু সাহিত্য নিকেতন কুষ্টিয়া এবং লালন সাহিত্য একাডেমি, অনলাইন ভিত্তিক সাহিত্য সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক।

ওমেন্স নিউজ ডেস্ক/