জাকিয়া রহমানের কবিতা ‘আমি খুঁজি তোমাকে’

জাকিয়া রহমান

আমি  খুঁজি তোমাকে

আমি তোমায় আর তোমার সৃজন-
মধুর ভাষার দেশ বাংলাকে  ভালবাসি!    
আমার স্মৃতির সাগরে ডুবুরির মত,
ফেলে আসা ঘাট বাটে উঁকি দেই যত-    
প্রতিনিয়ত পথে যেতে যেতে লতা গুল্মের মাঝে।
তাল সুপারী কি কলমি লতার স্নেহ,
আম বাগানের তরুনী মমতায় ঘেরা,
ছায়ার অর্পিত আচ্ছাদনে-   
আমি  খুঁজি তোমাকে!  


মনের গহনে অজস্র আশার বর্ষা নামে,
স্বপ্ন ঘেরা অযুত আলোর ঝলকানি-
তবুও আমি  খুঁজি তোমাকে!
বাঁশরী সানাই তবলার দমক হৃদয়ে,
গড়েছে প্রাসাদ ছন্দ স্বত্বার অহং সরব।
আমি তাই নিয়ে মহিত!
তবুও, আমার সত্ত্বায় শুনি অহরহ আবেদন-   
অশ্রু ঝারান সে অধর বলে,  
আমি খুঁজি তোমাকে!  


আমার স্মৃতির পটে যত চিত্র রক্ষিত-
সাজাই সে দিয়ে আমার মানসপটে,
অপূর্ব শ্যামলীর ছবি আর আমার আত্না ক্রন্দন হুতাশে-
খুঁজছে কত কাল তোমাকে।
আমি তোমাকে আর আমার বাংলাকে ভালবাসি!
যেথায় আছো থাক শান্তিতে।
যেন, সে রক্তের নহর এখনো বইছে বুকে,
বইবে চিরদিন বাংলার বুকে।
আর আমার ক্রন্দসী অন্তর ফিরে ফিরে বলবে,
আমি  খুঁজি তোমাকে!

কবি পরিচিতি:পুরো নাম ইসমেত জাকিয়া রহমান। কবি ও লেখক। সাহিত্যচর্চার পাশাপাশি শিক্ষকতার সাথে জড়িত। ইমিরিটাস আধ্যাপক ও গবেষক হিসাবে কাজ করছেন আয়ারল্যান্ডের লিমেরিক বিশ্ববিদ্যালয়ে।

ওমেন্স নিউজ সাহিত্য/