জিল্লুর রহমান প্রামানিকের কবিতা ‘সনাতন নারীর পান্ডুলিপি’

জিল্লুর রহমান প্রামানিক

সনাতন নারীর পান্ডুলিপি

সনাতন নারীর মন
মোমের মতো নিজে জ্বলে জ্বলে
কামুক পুরুষের বাসর করে আলোকিত !
নিজেই জ্বলে নিজেই মরে
স্বপ্ন দুঃস্বপ্নের মাঝে

অতঃপর মহাকালের যাত্রাপথ
স্বপ্নের ভেতর  একাকী নিঃসঙ্গ চলা
চোখের আলোয় ছলছল দ্যোতিত জল
বিধির ছাপানো লেখা  অমোঘ জেনেও
টেনে টেনে চলে আশার ভেতর
ভাসা ভাসা বিমূর্ত স্বপ্নের ঘরে

কেন যে ঘোরের ঘরে মায়ার কফিন 
সাজায় নারী নিজে কি তা জানে ?
কপালে – কপোলে আঁধারের খেলা
ঠোটের ভাঁজে ভাঁজে  বিধির চমক থরথর কাঁপে
অবশেষে কুপির ধোঁয়া চোখের কাজল
যৌবনের গ্লানি মুছে অনলে

ভোরের শিশির আলো নিয়ে খেলে
নারীর নিপীড়িত দেহে
তবুও মোমের পাণ্ডুলিপি হয়না শেষ
নিঃশেষে নিজেকে পুড়িয়ে
নারী দহে অন্তরে অন্তরে বিলোয় আলো
বিধির ঘরে শূন্য দিয়ে !

ওমেন্স নিউজ সাহিত্য/