সালেহা খানমের দুটি কবিতা

   হাইপেরিয়ন স্যাটার

বিরাট সভ্য সমিতির সভাপতি সভ্য-
সময়ের অন্তরালে লুন্ঠন করে অভিজ্ঞতার অভব্য রূপ।
মানবতা মিটিংয়ে ব্যস্ত,
সূর্য যখন ঘুমায়- চাঁদ আর তারার কতোই গান গীত!!

ভাবান্নিত ভাবান্তর-
ভুলের এক ফোটা রসে হয় কলঙ্কের ভাগীদার,
ঢগডগ করে জল গিলে।
রাইতের গন্ধ মাখা আকাশের তলে
শাদা শাড়ির আঁচলে রক্তের দাগে লিখে সভ্যতার নাম।
বিনীত ইচ্ছেরা আপন মাটিতে করে গড়াগড়ি।

আতশবাজি পোড়াতে আনন্দের বস্তা পচা
কুপির আলোয় কালির থুপ,
পাড়ায় পাড়ায় আন্ধার –
বই খাতার পাতা ক্লান্ত –
স্নেহকণা পাবে হয়তো মাটির কাছে-
না হয় শাদা হাসপাতালের ওয়ার্ডে উল্টো পুরোনো সিটে,,,

সান্ত্বনা

দিনকে আমি রাত করেছি
রাতকে করে দিন
এমন করে শোধ করেছি
এক জীবনের ঋণ।
শিশু কিশোর আলোর খেলায়
যৌবনজরা ফাঁকি
তিন পর্ব পড়া হলো
আর দু'পর্ব বাকি।
একদশাতে নেশায় ঘোরে
আরেকদশা পথে
কখন জানি ডাক আসে রে
ওপথ ধরে যেতে।
বিকেল চেপে সান্ধ্য করি
সান্ধ্য চাপি নসাৎ
সূর্য ভেঙে টেনে টেনে
গড়াই নিজ প্রভাত।
আমার গাঙে কেবলই আমি
আর কোন নাও নেই
ঢেউয়ে ডুবি ঢেউয়েই উঠি
প্রভুর রহমতেই।

সালেহা খানম: কবি ও লেখক। তার লেখা নিয়মিত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে।

ওমেন্স নিউজ/