বায়েজিদ হোসেনের কবিতা ‘প্রাপ্তি বিয়োগের স্বাধীনতা’

বায়েজিদ হোসেন

প্রাপ্তি বিয়োগের স্বাধীনতা

টান টান বুকের ছাতি
রক্তে চৈতি সূর্যের তেজ
চোখে স্বপ্ন
বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য
একটি স্বাধীন ভুখণ্ড চেয়েছিলাম ৷
অপশাসন আর শোষণের অবসান ঘটিয়ে
সাম্যের শাসনতন্ত্র
চুম্বন আর বৈধ সঙ্গমের স্বাধীনতা চেয়েছিলাম ৷
তারপর ভিসুভিয়াসের জ্বালামুখ থেকে
নির্গত লাভার মত রক্ত গড়িয়ে
নদী,মাঠ,সবুজ বনানী,
পিচঢালা কালো রাজপথ রঞ্জিত করে
নীল জলের বঙ্গোপসাগর হল লাল,
উদিত হলো লাল টকটকে রবি
একটি সোনালী স্বপ্নের জন্ম দিয়ে ৷
আচ্ছা পতাকাটি সবুজ আর লাল রঙা হলো কেন ?
শহীদের রক্তে পতাকা যখন লাল হচ্ছিল
হায়েনার বিষাক্ত কামরসে তখন
বিষে সবুজ হচ্ছিল বীরাঙ্গনা রেনুদের শরীর
ওঁরাই তো জাতির পতাকা ৷
আবার অর্ধশতক পরেই
ফিকে হয়ে যাচ্ছে লাল সবুজের পতাকা !
না, ফিকে হয়ে যাচ্ছে না
ভালো করে চেয়ে দেখো আরো গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে
মুস্তাকদের প্রাণ, কিশোরদের কানের রক্ত
তনু,পুর্ণিমাদের যোনীর রক্ত আর শরীরে ছড়ানো বিষে ৷

আজ আবার, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে
"জাতির পতাকা খামচে ধরেছে, সেই পুরোনো শকুন ৷"


কবি পরিচিতি: বায়েজিদ হোসেন একজন তরুণ কবি। জন্ম ঝিনাইদহ জেলায় হলেও বর্তমানে বসবাস করছেন গাজীপুরে। খুব অল্প বয়স থেকেই তার কবিতা লেখায় হাতেখড়ি। বিভিন্ন জাতীয় ও অনলাইন পোর্টালে নিয়মিত লিখছেন। কেবল কবিতা নয়, লিখছেন গল্প, উপন্যাসও। তার একাধিক কবিতাগ্রন্থ, উপন্যাস ও গল্পগ্রন্থ প্রকাশের অপেক্ষায় আছে ৷ তিনি তার লেখার মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেন ৷

ওমেন্স নিউজ ডেস্ক/