বায়েজিদ হোসেনের কবিতা ‘সমাধিক্ষেত্রের প্রতি’

বায়েজিদ হোসেন

সমাধিক্ষেত্রের প্রতি

হে সমাধিক্ষেত্র
তুমি আরামদায়ক হও,
শান্তিদায়ক হও,
বক্ষকে প্রসারিত করো,
একঝাঁক সুরেলা পাখি পাঠিয়েছি
তাদেরকে বসবার ঠাঁই দাও ৷
তারা যে নতুন সুর শিখেছে
আজ থেকে তোমার বক্ষে বসে তা গাইবে ৷
যে সুর শুনে অ্যাপোলো এসেছিলো
বলেছে, ‘এমন সুর
অর্ফিয়াস গেয়েছিলো ইউরিডিসির বিরহে ৷’
তোমার প্রশস্ত বক্ষে পাখিরা সেই সুর শোনাবে ৷
হে সমাধিক্ষেত্র, তোমার কোলে শুয়ে
সে সুর শুনবে আমার ইউরিডিসি ৷
পাতালে বসে হেইডিস সেই সুর শুনবে,
রানি পারসেফোনি কাঁদবে
অথচ আমার পাতাল প্রবেশের অনুমতি নেই ৷
হে সমাধিক্ষেত্র ,হে আমার ইউরিডিসি
আমাকে ক্ষমা করো ৷
তোমার পাশে দাঁড়ানোর সাধ্য আমার নেই ৷
আমার বাঁশিতে সুর, কণ্ঠে গান
হৃদয় পুড়ে হয়েছে হলাহল ৷
হে সমাধিক্ষেত্র তুমিই বরং
আরামদায়ক হও,শান্তিদায়ক হও
পাখিরা সুর সাধুক
নিশ্চিন্তে ঘুমিয়ে থাকুক আমার ইউরিডিসি ৷

কবি পরিচিতি: বায়েজিদ হোসেন একজন তরুণ লেখক। জন্ম ঝিনাইদহ জেলায় হলেও বর্তমানে বসবাস করছেন গাজীপুরে। খুব অল্প বয়স থেকেই তার কবিতা লেখায় হাতেখড়ি। বিভিন্ন জাতীয় ও অনলাইন পোর্টালে নিয়মিত লিখছেন। কেবল কবিতা নয়, লিখছেন গল্প, উপন্যাসও। তার একাধিক কবিতাগ্রন্থ, উপন্যাস ও গল্পগ্রন্থ প্রকাশের অপেক্ষায় আছে ৷ তিনি তার লেখার মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেন ৷

ওমেন্স নিউজ/