আতাতুর্ক কামাল পাশার কবিতা ‘জাতিস্মর’

আতাতুর্ক কামাল পাশা

জাতিস্মর

ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত নয়
বসন্তের তরে ফুল ফোটার সময়
মানুষ কখনো হাঁটে না ঐ চাঁদের দিকে পা তুলে
মাটিতে রয়েছে তার শেকড় বসতি

চন্দ্রবতী আজো সেই উলুধ্বনী দিয়ে
তুলসী দেউটি-মূলে গেয়ে যায় কাব্যিক বন্দনা
তোমার চোখের চাঁদে তোমার চোখের নীল সাগরের বুকে
উজ্জ্বল সূর্যের কথা সকালের বার্তা হয়ে নাশতা টেবিলে
সত্যের আলোকবর্ষ নাবিকের চোখে
এঁকে দেয় নীল ধ্রুবতারা

পাখির কাকলী তানে প্রজাপতির পরাগ লগ্নে
বাদল বর্ষণ আগে ময়ূরীর নাচ চাই জীবনের সত্য কোলাহলে
কবিতা তেমনি এক চিত্রল হরিণ
জীবনের অতলান্ত সাহারায় দিশাহীন রৌদ্র করোটিতে
পায়ে পায়ে পথচলা সামনে আলোর রেখা খুঁজে
নার্গিস যুগল চলে অশোকের অশ্ব পিঠে উঠে

কবিতা নিয়ত চাষ বসন্ত বর্ষাতে
আজো চলে আমাদের ট্রাফিক জ্যামের এই ব্যস্ত নগরীতে

আতাতুর্ক কামাল পাশা: সাংবাদিক, কবি, লেখক, অনুবাদক ও সাহিত্য সমালোচক। দেশের শীর্ষস্থানীয় বাংলা ও ইংরেজি পত্রিকায় নিয়মিত তার লেখা প্রকাশিত হয়।

ওমেন্স নিউজ/