বিবেক পালের কবিতা ‘জীবনের চালচিত্র’

বিবেক পাল

জীবনের চালচিত্র

হেমন্তের ঝরা পাতার মতন এ জীবন
স্বপ্নের সাধ অধরা রেখে যায় চলে অজানায়,
আমিও যাব চলে একদিন সেই অজানায় ।

কিছুটা সময়, ধূসর বাতাসে শব্দেরা হবে উদাসীন
তারপর——-
পৃথিবী বেঁচে রবে সাবলীল নিজস্ব নিয়মে—-

বর্ষায় ভেজা রোদ ঝলমলে প্রভাতী আকাশ
বাতাসে ভেসে বেড়াবে চালতা ফুলের নরম গন্ধ,
আঙ্গিনা জুড়ে চাঁপার গন্ধে ঘুমিয়ে থাকবে আগন্তুক ।

শিশিরে শিশিরে শরৎ ভেজাবে
পদ্ম শালুক শেফালীকা কদম্বে,
দোলাবে মাথা নদীচরের কাশফুল আনন্দে।

শিশির ভেজা ঘাসের গালিচায়
রাত ফোটা শেফালীর আলপনায়,
বাতাসে বেড়াবে ভেসে আগমণীর সুর।

কতশত যন্ত্রণা নিয়েও-
আকাঙ্খায় মেলে ধরে হাত
অবারিত সবুজের বুকে পেতে নিঃশ্বাস !

পাখিদের ডানায় ভোরের রাঙা আলো
অপরাজিতার মতন নীল আকাশ তলে,
নদী তীরে ধবল বক শিকারের তরে বসে চুপচাপ !

বসন্ত প্রাতে পলাশের বনে জ্বলবে আগুন
'স্বপ্নের মতো ধক্ ধক্ করে '
তমালের ছায়া তলে, টুপটাপ ঝরবে কোমল শিশির—

বাংলার পথে প্রান্তে ফুটে ওঠে ভাঁটফুল, আকন্দ-
নীবিড় ভালোবাসায় ; ছিঁড়ে যাওয়া পালে-
লাগে হাওয়া জোয়ারের টানে ।

কৃষ্ণা দ্বাদশীর জোৎস্না স্নাত আকাশ তলে
অন্ধকার জীবন–
বেঁচে থাকে  স্বপ্নের হাত ধরে।

কবি পরিচিতি: বিবেক পাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। থাকেন দার্জিলিং জেলার শিলিগুড়িতে। কবিতার সঙ্গে সখ্যতা তার শৈশব থেকে। বলতে গেলে কবিতা লেখা ও পড়া তার একমাত্র নেশা। তবে প্রচারবিমুখ এই কবি খুব বেশি পত্রিকায় লেখা দেন না। যদিও স্থানীয় কয়েকটি লিটলম্যাগে তার বেশ কিছু কবিতা ছাপা হয়েছে। পেশা জীবনে তিনি একজন ব্যবসায়ী।

ওমেন্স নিউজ সাহিত্য/