ছন্দা পালের কবিতা ‘প্রাণের কবি নজরুল’

ছন্দা পাল

প্রাণের কবি নজরুল

তোমার মতো আর কে আছে
এমন দরদী ওগো দুখু মিঞা?
জীবনে শুধু তুমি দিয়েই গেলে
উজ্জ্বল দুটি নয়ন, বাবরি চুলে।
তাম্বুল রসে রাঙানো অধর–
প্রাণখোলা হাসি, প্রেমের সাগর।
কত গানের কথাসুরে তুমি গাইলে
সহসা কেন গো নীরব হলে?
তুমি 'চির শিশু চির কিশোর '
ক্ষুরধার লেখনী কখনো তোমার
মুকুলে ঝরে যায় কখনো আবার।
তোমার বুলবুল অকালে নীড় ছেড়ে
উড়াল দিল কোন সে সুদূরে—–
কী ব্যথা বুকে বয়ে নিয়ে,
জীবন কাটালে শত যাতনা সয়ে!
হিন্দু মুসলমানেরে এক সূত্রে গাঁথলে
সকল মানুষেরে এক হতে শেখালে।
প্রণমি তোমারে হে প্রাণের কবি —
তুমি চির অমর মৃত্যুঞ্জয়ী, 
তুমি ন‌ও তো শুধুই ছবি!

ওমেন্স নিউজ সাহিত্য/