ভাষা দিবসের কবিতা ‘একুশ মানে’

আনজুমান আরা শিল্পী

আনজুমান আরা শিল্পী

একুশ মানে ভোরের মিছিল
উথলে ওঠে বুক
একুশ মানে বাংলা ভাষা
কথা বলার সুখ
একুশ মানে গেয়ে যাই
শহীদ ভাইয়ের গান
একুশ মানে রক্তের ঢেউয়ে
রাজপথ ঘাট।
একুশ মানে ভাইয়েদের
স্মৃতি ভাসে রমনার মাঠ
একুশ মানে শফিক রফিক
জব্বার বরকত সবুজ প্রাণ
একুশ মানে চোখে ভেসে ওঠে
অনেক চেনা ছবি
একুশ মানে মাটির নিচে থেকে
শব্দ আসে মাতৃভাষার বুলি।

আনজুমান আরা শিল্পী: কবি, লেখক ও সাংবাদিক। প্রকাশিত গ্রন্থ চারটি।

ওমেন্স নিউজ ডেস্ক/