করোনা রোধে বাংলাদেশি তরুণী সাদিয়ার যুগান্তকারী আবিষ্কার

বিজ্ঞানী সাদিয়া খানম

করোনা রোধে একটি যুগান্তকারী জীবাণুনাশক স্প্রে ‘ভল্টিক' উদ্ভাবন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী সাদিয়া খানম (২৬)। তার বাড়ি সিলেটের বিশ্বনাথে। বাবা কবির আহমেদ একজন  হোটেল ব্যবসায়ী।

সাদিয়ার এই সাফল্যের খবর ইতিমধ্যে ফলাও করে প্রচার করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ম্যানচেস্টার ইভনিং নিউজ জানায়, ১৪ মাসের গবেষণা শেষে এই স্প্রে উদ্ভাবন করেছেন সাদিয়া। এটি করোনাসহ সব ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও অন্যান্য অণুজীব শতভাগ ধ্বংস করতে সক্ষম। কোনো স্থানে একবার ভল্টিক স্প্রে করার পর ১৪ দিন পর্যন্ত এর কার্যকারিতা থাকে।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থা (এনএইচএস) ও যুক্তরাষ্ট্রের নাসাসহ বেশ কিছু খ্যাতনামা সংস্থা ভল্টিকের পরীক্ষা করে এর সফলতা পেয়েছে। বিভিন্ন দেশের সরকারি সংস্থা ও বেসরকারি কোম্পানি ইতিমধ্যে এই জীবাণুনাশক ক্রয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছে।

যুক্তরাজ্যের হাসপাতালগুলো বলছে, বিভিন্ন স্থাপনায় ভল্টিক স্প্রে করলে করোনাভাইরাসের জীবাণু ১০০ শতাংশই নির্মূল হয়। এতে হাসপাতাল পরিচ্ছন্ন করার খরচও ৭০ শতাংশ সাশ্রয় হয়। বিশ্বের ১৩টি দেশ থেকে সাদিয়া ইতোমধ্যে এক কোটি পাউন্ড বা ১১৬ কোটি টাকার ক্রয়াদেশ পেয়েছেন। এই স্প্রে স্বাস্থ্যকেন্দ্র, হোটেল, মোটেল, রেস্তোরাঁ, বিমান, পরমাণু কেন্দ্রসহ বিভিন্ন স্থানে প্রয়োগ করা যায়।

সাদিয়া খানম বলেন, ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি  প্রচণ্ড ঝোঁক ছিল তার। তার দাদা আলজেইমারে মারা যাওয়ার পর রোগ প্রতিরোধ গবেষণায় আগ্রহী হয়ে উঠেন সাদিয়া। তিনি করোনাভাইরাস ও জীবাণুনাশক নিয়ে ব্যাপক অধ্যয়ন ও গবেষণা করেন। কয়েক মাসের গবেষণা শেষে তিনি ভল্টিক স্প্রে উদ্ভাবনে করেন।

যুক্তরাজ্যের চেস্টার ইউনিভার্সিটি থেকে জেনেটিকস নিয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন সাদিয়া। যদিও তার পড়াশোনা শুরু স্থানীয় এক মাদ্রাসায়। বর্তমানে আলজেইমারের ওপর পিএইচডি করার প্রস্তুতি নিচ্ছেন সাদিয়া।

এদিকে মেয়ের এই সাফল্যে দারুণ খুশি তারবাবা কবির আহমেদ। তিনি বলেন, 'এর চেয়ে আনন্দের আর কী হতে পারে, আমার মেয়ের আবিস্কারের মাধ্যমে সারা বিশ্বকে আমরা সাহায্য করতে পারছি।'

প্রসঙ্গত, প্রায় ৬০ ধরে যুক্তরাজ্যে বসবাস করছে সাদিয়ার পরিবার। ১৯৬৪ সাল বাংলাদেশ থেকে সপরিবারে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন তার দাদা।

ওমেন্স নিউজ ডেস্ক/